যেখানে কেউ নেই সেখানে শূন্যতা আছে
আর সেই শূন্য নগরির বাস্তুচ্যুত মুসাফির আমি;
না আছে দায়বদ্ধতা আর না মায়া টানের অনুভব
আছে যা সব আত্মকেন্দ্রিক কে জানে কতটা দামি।


তবে ক্ষয় যাবে জেনে রেখো তা হলেও অঘটন
কার সাধ্যি সময়ের চাকায় বুক উঁচিয়ে নেয় পাল্লা,
শূন্য বলেই কৃষ্ণগহ্বর গোগ্রাসে গিলে তামাম
খালি উদরের যন্ত্রণা কি মিটে থালায় দিলে মহল্লা?


অসীম শূন্যের গণিত শেষে গিয়ে শূন্যই হবে
নিদ্রাহীন চোখ দুটো সেই শূন্যতার আতুড়ঘর,
তোমাদের কত ভালোবাসা হায় ভালোবাসা
চোখ নিভে নোনাজলে হাস্যমুখে সে স্বার্থপর!


কত দাবি অধিকারের; কত মৃত্যু যে ইচ্ছার
হিসেবের মারপ্যাঁচে শেষে পিষ্ট লাভ লোকসান,
চুপ সে নির্বিকার হাসতে হাসতে নেয় বুকে
হাসতে হাসতেই অধিকার হরণ স্বাধীন প্রস্থান।।


কলমেঃ রনি পারভেজ (#JD)
সময়কালঃ ১২/০৮/২০২২