আমাদের দেখা হয়েছিলো; মনে পড়ে,
মাধবীলতা ফুলের সাথে যেমন দেখা হয় প্রজাপতির!
কত কাছে ছিলাম দুজনে দুজনার, তবুও কত দূরে!

আহা, কত কাছে—একঝাঁক ডালিয়ার গায়ে যেমন লেগে থাকে নিশির শিশির!
হায়, কত দূরে—সুরাইয়া নক্ষত্ররাজি যতটুকু দূরে এই পৃথিবীর!

আমাদের দেখা হয়েছিলো, মনে পড়ে!
এক বসন্ত দিনে, ম্যাপল গাছের ধারে,
কী অদ্ভুত সুন্দর এক নীলচোখী রমণীরে দেখেছিলাম।
ধূসর স্মৃতিরা জাগে, মিশে যায় ম্যাপল পাতায় পাতায়!

আজ তোমাকে ছাড়াও বসন্ত আসে, ম্যাপল পাতাগুলো পড়ে থাকে এলেবেলে রাস্তায়।
আমি জেনেছি, তুমি না থাকলেও বসন্তের আনাগোনা ঠেকানো যায় না, হায়!
বসন্ত আসে, তবে আমার জন্য বসন্ত আর আসেনি!
বেরঙিন, মলিন দিনে বাজে বিষাদের সুর, শোনা যায় করুণ রাগিণী!

আজ বসন্ত দিনে, প্রখর রৌদ্রে পুড়ছে এই প্রাণ, এ হৃদয়!
ভেবো না, তুমি চলে গেছো বলে প্রেম মুছে গেছে ধীরে।
একটি পাখি এখনও অপেক্ষা করে তার সঙ্গিনীর,
উঁকি দেয় শূন্য নীড়ে!