বাংলা কবিতা ওয়েবসাইটে আমি যুক্ত হয়েছি প্রায় দু মাস হলো। আমি একটা পরিচিত দিয়েছিলাম। বর্তমান আমি একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাঠ গ্রহণ শেষ করে নতুন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবো। এবার আমি আমার পরিচিতি সম্পাদনা করেছিলাম। কিন্তু হয়নি। কিভাবে সম্ভব যদি একটু বলেন। এডমিন প্যানেলর কাছে বিনীত অনুরোধ।