আমি মাত্র দু'বছর হল সাহিত্য জগতে প্রবেশ করেছি। দু'বছরে বেশ কয়েকটি কবিতা লেখা হয়ে গেছে। এখন একটি কাব্যগ্রন্থ সবার প্রকাশ্যে আনতে পারি। কিন্তু আমি একটা সিদ্ধান্তে অটল থাকতে পারছি না, সিদ্ধান্তটি হলো- আমার প্রথম কাব্যগ্রন্থটিতে সম্ভবত ৫০থেকে ৬০ টা মতো কবিতা রাখবো, এবার কাব্যগ্রন্থ টি বোর্ড বাইন্ডিং নাকি পেপার বাইন্ডিং করলে ভালো হবে? যা পাঠক-পাঠিকা বৃন্দের দৃষ্টি আকর্ষণ করবে। যদি কেউ সঠিক মতামত দিতে চান তবে মন্তব্য করার অনুরোধ রইল।

                        —জিৎ কুমার বারিক