আর চোখ খুলে রাখতে পারছি না,
মৃত দেহের ছাই উড়ে এসে চিৎকারের
পথ বন্ধ করেছে,
শবেরাও সাবধান করতে জানে, তুমি ভয় পাও,
ওরা তোমায় মেরে ভগবানের
পায়ে সমর্পন করবে,
হাততালি দেবে অনেকজন, একটুও খারাপ লাগবে
না দেখো, মনে হবে মায়ের
কোলে শুয়ে আছো।
তোমাকে টিভি পর্দায় বড়োবড়ো করে দেখাবে,
তোমার বাবা মায়ের কান্না জড়ানো কথা শুনে
কিছু লোক আরেকবার চায়ের কাপ-এ চুমুক
দেবে নিশ্চিন্তে।
ধর্মের জয় হোক। জয় হতেই হবে।
যে ধর্ম হেরে যায় তাকে কিভাবে মানুষ বিশ্বাস করবে?
হেরোদের দলে কেউ নাম লেখায় না।
সবাই জিততে চায়। তখন ধ্বজা উড়বে রক্তের
স্রোতে ভিজে, প্রেমিকের শিশ্নে ভালোবাসা বলি হবে
আরেকবার।
আমি চোখ বন্ধ করলাম, নাহলে চোখ জ্বলছে,
আসলে শবদেহ পোড়া ছাঁই
সাবধান করতে জানে।