মেলে ধরেছি নিজেকে একবুক আকাশের মাঝে
সীমাহীন প্রান্তরে, শুধু তুমি
নজর যতদূরে যায়, ঘোরলাগা ভোরে কুয়াশার
সাথে আমি ব্যস্ত, তোমায় খুঁজতে।
একটু একটু করে বয়স বাড়ছে।
আগের মতো করে ভিড়ে হারিয়ে যেতে আর ইচ্ছে করে না।
যদি একটু বৃষ্টি হয় একাকী কোনো বিকেলের শেষে,
এক কাপ চায়ে তোমাকে আরেকবার
খুঁজে নেয়া। শহুরে ব্যস্ততার ভিড়ে।
কোনো এক মহাকাব্যের ছেড়া পাতায় সময় নতুন কিছু
লিখে চলবে, বটের চারা তারস্বরে আকাশ ছুঁতে চাইবে,
কেউ কারু খোঁজ রাখবে না।
পাল্টে যাবে সবাই সময়ের সাথে।
শুধু চাইবো এই পাল্টানোগুলো থমকে যাক
তোমার ঠোঁটের কাছে এসে।
তোমার খোলা চুলে ঈশানে ওঠে ঝড় উঠবে তখন আরেকবার।
ধরা পরে গিয়ে পাকদন্ডী বেয়ে আহত অভিমান
চুঁয়ে চুঁয়ে নামে। জীবনের শেষে পৌঁছেও
তোমার হয়ে থাকতে চাই বারবার।
আরেকবার এই জীবনটাকে ভালোবেসে।