অনেক কথা দেখছি জমে যাচ্ছে আস্তে আস্তে,
বলা হচ্ছে না আজকাল। সময়ের সাথে কয়েকজন
হয়েছে নিখোঁজ, কিছু জনের বিরুদ্ধে জমা
পড়েছে চার্জশীট। শীতের হাওয়ায় বসন্ত জাগ্রত দ্বারে।
ফেলে আসা শহরের গন্ধ খোঁজার চেষ্টা করছি
আজকাল, অচেনার ভিড়ে হারিয়ে গিয়েছি বেশ কয়েকবার।
নিজেকেও আয়নার কাঁচে বিভ্রান্ত করে ফেলছি।
রূপকের আশ্রয় নিয়ে নিজেকে বোঝাচ্ছি ঘুমানোর আগে,
অফিসার ব্যস্ততায় ঢাকা পড়েছে রঙিন স্বপ্নগুলো-
লেখার খাতাটা খুলতে গিয়ে দেখলাম একটা মাকড়সা
বাসা বেঁধেছে তাতে। হাতড়ে হাতড়ে পার করে দিলাম
আরো একটা বছর। ফিরে পাবোনা  জেনেও রোজ
আকাশে দুহাত মেলি, কালো মেঘের মধ্যে লুকিয়ে
ফেলি মনের অন্ধকার গুলো। আজকে হতেই হবে
বৃষ্টি কান্নার বুক চিরে। একটু চেষ্টা করে দেখিই না,
যদি আরেকবার নিজেকে বাসা যায় ভালো।