রৌদ্র মেঘের গান


আমার উঠোন মেঘ সরোবর
রোদ ভেসে যায় নীড়ে
গাছের ছায়ায় উদাস দুপুর
একলা নদীর তীরে।


আমার আছে পাংশু ভাদর
শুকনো পাতার ধ্বনি
মেঘ রোদ্দুর চিড়ল পাতার
সবুজ আকাশমণি।


টুকরো নীলের আকাশ নামে
মধ্য দিনের গাঁয়
ঘুঘু ডাকা বিভোল মায়ায়
খেয়ালি মন ছায়।


ক্ষানিক দুঃখেই বৃষ্টি ঝরায়
মেঘ বালিকার চোখ।
বনবাসী বাও ছুঁয়ে যায়
নাম না জানা সুখ।


আমার খোলা জানলা পথে
হাজার প্রজাপতি
বিন্দু বিন্দু আলোয় সাজে
সাঁঝের মায়াবতী।