কাগজের নৌকা দিলাম ছেড়ে জলস্রোতে
ছোট ছোট ঢেউ নিয়ে যায় তারে অজানা গন্তব্যে।
ঠেকে যেয়ে কোন খানে, জানা অজানার পথে ।
প্রভাতে ফুলের সাঁজে পাখির কলতানে
মুখরিত জয়গানে।
উড়ে যায় দিগন্তের হাওয়ায় ভেসে ভেসে
দুবলার চরে।


রোদের আলোয়ে ঝিকিমিলি করে জল
আকাশের নীচে মেঘ ভাসে,উড়ে যায় শঙ্খচিলের দল।
মনে হয় যেন মেঘের কোলে আকাশ ভাঙ্গিয়া পরে
কাগজের নৌকা ফিরে আসে নাকো আমার কূলের তরে।


নদীর দু'কুল ভাংগে স্রতের টানে
হেলি পাতা, ঝাউবন ভেসে যায় পদ্মার বানে।
দেখিনাতো কূল, ভিড়াবে তরী মাস্তরে নাই কাণ্ডারি
কাগজের নৌকা ভেসে গেলে হায় কূল পাবে না নরনারী।


ভেসে চলে তরী অজানার তরে মেঘের ডানায় চরে
জানিনা কোথায় ভিড়বে তরী অজানা কোন দেশের পরে।