আজি হতে বিশ বছর পরে
চোখের ক্যানভাসে
লাল নীল বর্ণ বাহারে
কাটাবো জীবন দুজন
সুখের স্বর্গবাসে ।।


             মনে কি পরবে তখন
             অতীত কালের স্মরণ
             মেঠো পথে এক সাথে
             হেঁটেছি কতো হাত ধরে
             মনের অজানা কথা
             বলেছি কত অকপটে।


তুমি আর আমি মিলে
গড়েছি সংসার তিলে তিলে
বেড়েছে মুখ বেড়েছে হাত
বেড়েছে চাহিদা প্রতিক্ষনে ।।


             বুঝতে দেইনি কষ্ট ওদের
             এটাই হয়তো ভুল ছিল মোদের
             অভাবের সংসারে,সন্তানের দিকে চেয়ে
             নিজেদের চাহিদা মিটাতে
             কতবার পরের দুয়ারে
             পেতেছি হাত সুখের সন্ধানে।।


বিশ বছর পরে এসে
ওরাই যখন বলবে হেসে
কি করেছি ওদের কল্যাণে?
বুঝাতে পারবোনা নিজেকে নিজে
কি না করলাম ওদের মঙ্গলে??


              ছেলেটি হবে মস্ত উকিল
              বউ নিয়ে হয়তো থাকবে ব্যকুল
              ভাববেনা ওরা আমাদের কথা
              বলবে হয়তো আমরাই ওদের বোঝা
              বলবো-------
             ওরে খোকা,
              "তুই যখন ছোট্ট ছিলি
              সারারাত কেঁদে ছিলি
              তোর সাথে আমি একা
              ঘুমাতে পারিনি খোকা"।।


খুকী আমার ক্যানাডা থাকবে
বছর দুয়েক খবর নিবে
হয়তো ওরা হবে বিজি
নিবেনা খবর আমাদের ইজি
               বলবো..........
              ওরে খুকী,
               "রাত তখন দুইটা কি তিন
               জ্বর তোর একশ তিন
               তোর বাবা তোকে নিয়ে
               হাসপাতালে প্রহর গুনে
               প্রতিক্ষন খবর রাখে
               খোদার ঘরে মিনতি করে
               খুকী আমার উঠবে সেরে"।।


আজি হতে বিশ বছর পরে
তুমি আমি থাকবো একই ঘরে
থাকবেনা হয়তো খোকা,খুকু
থাকবে না সেই ঘরে।
তবু
এটুকু সুখ
তুমি আর আমি কাটাবো জীবন
নিজের মতো করে।।।