কবি জানে কবির মর্ম,
তাছাড়া তো নাহি জানে অন্যজন।
মানুষের কল্যাণের জন্য লেখছে কবি সারাটি জীবন।
কত কষ্টের জীবন কবিদের বলা নাহি যায়।
ঘুম নেই খাওয়া নেই কবির,
সব সময় শুধু লিখিবার চায়।
দুঃখের কবিতা লিখিবার সময় কবি,
চোখের জলে ভাসে।
সুখের কবিতা লিখে যখন কবি তখন মনে মনে হাসে,
পাগলের বেশে কবি ঘুরে দেশে দেশে।
কখন যে জ্ঞানের কথা কবির মনে আসে,
সেই কথার উপর ভিত্তি করে জ্ঞানের কবিতা লেখা করে শুরু।
তাহার কবিতা পড়ে পৃথিবীর মানুষ ভাবে কবি জ্ঞানের গুরু।