এসেছে বর্ষার দিন,
বৃষ্টি পড়ে রিমঝিমা ঝিম।
ঘন ঘন মেঘ ডাকে,
ঘুমের শিশুর চমকে ওঠে।
বায়ু যখন বেগে আসে ঘর বুঝি ভাঙ্গে বাতাস।
শিলা বৃষ্টি যখন হয়,
মনে লাগে শুধু ভয়।
বিপদে পড়িয়া সকলে,
সৃষ্টিকর্তার নাম বলে।
বিপদ যখন কেটে যায়,
সৃষ্টিকর্তার নাম কেউ নাহি কয়।
এইতো দুনিয়ার খেলা,
সৃষ্টিকর্তা লাগে বিপদের বেলা।


যখন ডুবে যাবে জীবনের বেলা,
তাই সৃষ্টিকর্তাকে করো না অবহেলা।