ফুল তুমি সুন্দর হয়েছ বলে, সবাই তোমায় আদর করে নেয় হাতে তুলে।
কত সুন্দর রুপ তোমার, বলা নাহি যায়।
স্নেহের সহিত তোমায় নিয়ে মানুষকে উপহার দেয়।
যেদিন তুমি ঝড়ে পড়ে রবে ভূমি তলে,
ঝাড়ু দিয়ে ফেলে দেবে আবর্জনার তলে।
ফুল বলতেছে, একি হইলো মোরে
ভাসছি নয়ন জলে।
বেঁচে থাকতে যারা যারা আমায়, আদর করেছিল।
তারাই আজকে আমায়, আবর্জনায় ফেলে দিল।
এই তো সবার জীবন, কি বলিব আর।
মৃত্যুর পরে সবাইকে পচা বলে ফেলে দিবে,
কিছুই করিবার না থাকবে তোমার।