চল রে চল তোরা সবাই যুদ্ধ করিতে চল।
চল চল চল এসেছে বাইরের শত্রু,
হাতে নিয়ে অস্ত্র গায়ে রেখো বল।
চল রে চল এবার যুদ্ধ করিতে চল।
সৈনিক দেখে যদি মনে লাগে ভয়,
তবে তুমি শত্রুর কাছে হবে পরাজয়।
যুদ্ধ করিতে লাগে কায়দা কলা-কৌশল আর মনের ও বল।
চল রে চল রে চল এবার যুদ্ধ করিতে চল।
যুদ্ধ করিবার সময় হাসিবে না কভু,
হাসিলে গায়ে থাকবে না তোমাদের বল।
চল রে চল এবার যুদ্ধ করিতে চল।
দেশরক্ষা করতে যদি প্রাণ চলে যায়,
তবুও ফেলবে না তোরা কভু চোখের জল।
চল রে চল এবার যুদ্ধ করিতে চল।
চল চল চল হাতে নিয়ে অস্ত্র গায়ে রেখে বল,
চল রে চল এবার যুদ্ধ করিতে চল।