বছর ঘুরে আকাশে উঠিল পহেলা রমজানের চাঁদ,
মুসলিমদের আনন্দে মেতে উঠলো আজি সবার প্রাণ ।
রমজানের ফজিলত তিনভাগে ভাগ
রহমত মাগফিরাত শেষে নাজাত।
রহমত মানে বান্দার পরে নেমে আসে সকল সুখ সম্মান।
২য় ১০ দিনের ফজিলত মাগফিরাত,
বান্দার আমলে খুশি হয়ে গুনাহ্ ক্ষমা করেন আল্লাহ মহান।
শেষ ১০ দিনের ফজিলত নাযাত,
পূর্ণ জীবন নিয়ে বেঁচে ওঠে ফিরে পায় হায়াৎ।
আল্লাহর কুরআন মেনে ঈদুল ফিতরের নামাজ পড়ি ঈদগাহ মাঠে।
সবাই মিলে নামাজ পড়ি এক সাথে,
নামাজ শেষে দু'হাত তুলে করি এই মুনাজাত।
ক্ষমা করবেন মহান আল্লাহ সবার অপরাধ।
দাদা-দাদী, নানা-নানী, কবরতে আছে যতজন,
সুখেতে রাখিও আল্লাহ তাদের পরকালের জীবন।
কোলাকুলি করে মোরা হয়ে যাই আত্মহারা,
ঈঁদের উৎসবে আজি,
জেগে ওঠে পাড়া।