১৫ই আগস্ট অনেক বাঙালির শোকাহত প্রাণ আজ থেকে আমাদের মাঝে নেই,
শেখ মুজিবর রহমান।
বাঙালি জাতির শ্রেষ্ঠ নেতা শেখ মুজিবুর রহমান,
বাংলার মানুষের  জন্য তার কেঁদেছিল প্রাণ।
মুজিব তোমায় কোনদিন যাব না তো ভুলি,
তাইতো ১৫ই আগস্ট এর দিনে শ্রদ্ধাঞ্জলি দেই তোমায় কত যে ফুল তুলি।
মুজিব তোমার রক্তে পড়ে আছে আজ বাংলার ভূমি তলে,
অমর হয়ে থাকবে তুমি যাব নাকো ভুলে।
৩০লক্ষ শহীদের রক্তে গড়া আমাদের  এই লাল পতাকা।
আকাশে উড়বে চিরদিন মুজিব তোমায় ভালোবেসে যাবো,
শোধ করতে পারব না তোমার রক্তের ঋণ।
১৫ই আগস্ট এর দিনে সবাই এই মোনাজাত করি মনে মনে,
মুজিবের রুহু যেন থাকে বেহেস্তের ফুলের বনে।