25 শে জুন 2022,
পদ্মা সেতুর শুভ উদ্বোধন।
তাই শুনিয়ে বাংলার মানুষ দলে দলে করছে আগমন,
পদ্মা নদী পারাপার হইতে বরিশাল বাসির কেঁদেছিল প্রাণ।
শত শত বছর ধরে পদ্মা নদীর দুই তীরের মানুষ কত যে কষ্ট করে।
আজ তারা গাইছে কত সুখের গান।
নিজ দেশের অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ করে,
আজ নেত্রীর সুনাম ছড়িয়ে গেল বাংলার ঘরে ঘরে। পদ্মা নদীর দুই তীরের মানুষের উঠিল আনন্দের ঢেউ,
নৌকায় চরে নাচিতেছে কেউ কেউ।
শিল্পীরা গায় শুধু পদ্মা সেতুর গান।
ফুলের মত সুন্দর হয়েছে পদ্মা সেতু তাই দেখিয়া বাংলার মানুষের ভরে গেল প্রাণ।
নেত্রী তুমি পদ্মা সেতু দিয়ে বাংলার বুকে রেখে গেলে স্মৃতি, এইটুকু লিখে গেলাম তোমার অবদানের প্রতি।