প্রিতি সত্য পালিবার তরে,
রাম গেলো বনবাসে।
লক্ষ্মণ বলিতেছে দাদা,
আমিও যাইবো আজি শুধু তোমার সাথে।
সিতা কহিতেছে রাজ প্রাসাদের নেইকো প্রয়োজন।
সুখে দুখে থাকিব পাশে,
ইহাতে যদি হয় আমার মরণ।
দশরত রাজা কান্দিতেছে,
পরে ভূমি তলে।
রাম লক্ষ্মণ সিতা বনে গেলো,
অশ্রু জল ফেলে।
রাজ্যের প্রজারা ছুটে,
রথের পিছে পিছে যায়।
অতি বেগে চলছে রথ,
প্রজারা আর দেখিবার নাহি পায়।
দশরথ রাজা ভাবিতেছে,
অন্ধমুনির অভিশাপ লাগিল বুঝি মোরে।
পুত্রশোকে মারা যাবো,
আমিও যাবো চলে।
পঞ্চবটী বনে রেখে,
সারতি ফিরে আসিলো বাড়ি।
কিছু দিন পরে রাবণ আসিলো,
যোগী বেশ ধরি।
শূণ্য কুটির পেয়ে সিতাকে করিল হরন।
রাক্ষস বংশ ধ্বংস হইলো,
মরিলো রাবণ।