আজ থেকে আমাদের মাঝে নেই লতা মঙ্গেশকর।
তাহার লাগি কাঁদছে আজি সবারই অন্তর।
এই জগত ছেড়ে তুমি, গেলে অনেক দূরে।
তোমার কথা ভাবছি সবাই অন্তরে অন্তরে।
ভারতবর্ষের শ্রেষ্ঠ শিল্পী তুমি, শুনেছি অনেক মধুর কন্ঠে গান।
যখনই তোমার গান শুনেছি, তখনই ভরিয়ে  গিয়েছিল আমাদের প্রাণ।
সৃষ্টিকর্তার কাছে সবাই এই প্রার্থনাই করি মনে মনে,
লতা মঙ্গেশরের আত্মা যেন থাকে স্বর্গের ফুলো বনে।
ফিরে আসবেনা আর কোন দিন, পাইবেনাএই পৃথিবী তোমার দেখা।
ফুল দিয়ে সমাধি কে, দিয়ে সবাই মন।
সময় হলে সবাই যাব, যেদিন ডাকবে সমন।