মানুষ সামাজিক জীব,
তাই একে অপরের উপর নির্ভরশীল।
মানুষ হয়ে মানুষকে মারে,
কেমন তাহার মন।
তাইতো নেত্রী আশ্রয় দিয়ে
বাছাইছে সবার জীবন।
আশ্রয় যদি নাহি দিত তারে,
দুই দেশের চাপে পড়ে
যাইত সবার প্রাণ।
বিশ্ববাসী গাইছে শুধু,
বাংলাদেশের গুনো গান।
কি ভুলের কারণে আজি
এত বড় সর্বনাশ করিল মোরে,
ছেলে মেয়ে পিতা মাতা
সবাই গেল চলে।
কথায় কর্মে যেইজন করে যায় ভুল,
সেইজন পায় তখন সেই ভুলের মাশুল।
বাংলার লোকে বলে
বনের গাছ গাছরা নষ্ট করে,
আনবে অভাব ঘরে ঘরে।
জেনে রেখো তাই।  
মানুষ দিলে কুলায় না,
সৃষ্টিকর্তা দিলে ফুরায় না। জানিও সবাই
পরের উপকার করতে গেলে
নিজের ক্ষতি হয়,
এইটা তো হলো শুধু
মানবতার পরিচয়।