যুদ্ধ লাগে যখন যেই দেশে, তখন সেই দেশের জনগণের খুবই কষ্ট আসে। সৈনিকের চাপে পড়ে অনেক জনগণ জীবনো হারায়।
অনেকে হারায় ছেলেমেয়ে কাহারো পিতা-মাতা মারা যায়।
দিনরাত ভাবে তারা আর চোখের পানি পড়, দেশেতে থাকলে মোরা সবাই যাবো মরে।
এই ভেবে শরণার্থী হয়ে বিদেশে পাড়ি জমায়।
দেশের জন্য প্রাণপণ যুদ্ধ করে সৈনিক, অনেকেই যুদ্ধের মাঠে  জীবনো হারায়।
শত্রুকে দেখে সৈনিক কত নিঃশ্বাস ছাড়ে,
রক্তের বন্যা বয়ে যায় তবু তারা দেশ রক্ষা করে।
সৈনিকের অবদানে দেশ পায় স্বাধীনতা,
ইতিহাসের লেখা থাকে শহীদ সৈনিক এর কথা।