শেখ হাসিনার অবদান,
এবারে বিশ্বের দ্বিতীয় খরস্রোতা পদ্মা সেতু করলো নির্মাণ।
দুই তীরের মানুষ নৌকা জাহাজে পারাপার হয়েছিল,
নৌকা জাহাজ ডুবিয়া অনেক মানুষের জীবন পদ্মায় কেড়ে নিল।
দুই তীরের মানুষ ভেবে ছিল মনে মনে,
এত বড় পদ্মায় সেতু, কোনদিন হবে না আমাদের জীবনে।
নিজ দেশের অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ করিল।
বাংলার ইতিহাসে শেখ হাসিনার সুনাম ছড়িয়ে গেল।
যে নেত্রীর আছে শুধু দেশগড়ার মন,
তারে আমরা ভোট দিবো সারাটি জীবন।
ধন্য ধন্য নেত্রী তুমি, ধন্য তোমার মন।
বাংলার উন্নয়নের জন্য আজ সপি দিয়েছো জীবন।
পদ্মা সেতু দিয়ে বাংলার বুকে রেখে যাবে স্মৃতি,
এইটুকু লিখে গেলাম তোমার অবদানের প্রতি।