সত্যি ভালোবাসনি,
নাকি কিছু বলনি?
তাই বলে কি এই আমি,
আর বাসবো না ভালো।


মিষ্টি কিছু কল্পনা,
স্বপ্নে আঁকা আলপনা,
আরও কিছু জল্পনা,
শেষে ইচ্ছে পাঠালো।


একটুকু আসমানী বিকেল, তাতে
আলোক ছটার ঠিকরে পড়ার ঢল।
রামধেনু সাত রঙের বারতা,
অনুরাগী ভাঁজছে অনর্গল।


মেঘ ধোঁয়া এ একাকী প্রহর,
দেখ ব্যাস্ত শহরে।
একনিমিষে তোমার নামে,
রঙ্গিন খামে, মেঘ দুহাতে
ভাল লাগার আবেশ পাঠালো।


ঝরছে সেই মেঘেদের দল,
এই মনেরই বারতা নিয়ে।
ভিজেছি তাতে আমি ও তুমি,
চোখ বুজে,
                ভালবাসার পরশ সাজিয়ে।।