আমি এখন বড্ড ক্লান্ত পরিশ্রান্ত,
চাই কিছু ঘুম ।
ঘুমের ঘোরে কিছু স্বপ্ন উড়ে,
কপালে একে দিক কিছু চুম ।।

তুমি হীনা নাকি কবিতা হয়না,
তোমাতেই থাকি বিভোর ।
জেগে থেকে দেখি তোমা স্বপ্ন,
স্বপ্নেই তুমি অমর ।।

কল্প নদীর রং মাখিয়ে ,
কল্পনাতে ওড়ো ।
কল্পনাতেই আমার মাঝে,
একটু একটু করে বাড়ো।।

কল্পনাতেই কেন পাই তোমায়,
স্বপ্নে কুড়ায়ে সৃতি ।
জেগেই দেখি তুমি নেই,
আর বাস্তবেই তোমার ইতি।।

মৃত আবেগে তাড়িয়ে বেড়ায়,
কুঁড়ে কুঁড়ে খায় আমায়।
হটাৎ যদি ঘুম ভেঙ্গে দেখি,
আমি আর নেই তোমায় ।।


  
          - সমাপ্ত -


( তারিখ :-03.04.2017 , সময় :-09:30pm , স্থান :-নুরবাগ ম্যচ , গাজিপুর , ঢাকা। )