তোমার লাগিয়া, ডাকি বারে বারে
তবু নিশি না তুমি জাগোরে।
দিনে দিনে আমি, রয়েছি বসিয়া
তুমি কেন আজও বাইরে।
তোমারও আশে, ঐ পথও পাশে
হেটেছি কতোনা নিশিদিন।
তবু তুমি নাই পাশে, তোমারি হরষে
সব হারায়ে আমি দীনহীন।
আমি যে একেলা, এবেলা ওবেলা
তোমার খোঁজে যাই হারায়ে।
আজও আমি বসে, তোমারি সকাশে
হাত যদি দেও বাড়ায়ে।
তোমারি লাগিয়া, এ পথও চাহিয়া
কতো দিন আমি গুনিব।
তোমারি কণ্ঠে, ঐ সুমধুরও সুর
কতো দিনে আমি শুনিব।
কতোদিন এলো গেল, সময় ফুরালো
অকালে তরী ভাসায়ে।
কূল হারা ঐ, অতল জলে
তোমারে লইয়াছি হারায়ে।
শ্রাবণ ধারায়, ঈশান কোণে
তোমারে আমি খুঁজেছি।
একূলে ওকূলে, সবখানে তুমি
মিছে তোমা খুঁজে মরেছি।।