অবহেলা যত রাখিয়া সযতনে,
অগোছালো প্রান অন্তহীনে।
হাতড়ে হাতড়ে আধো আলোড়নে,
নিকৃষ্ট বনে যাই।।

সৃষ্টির যত কালো ঘুরে ফিরে,
মৃত-মন্দরা ভালোর রূপ ধরে।
শ্রেষ্টত্বের দাবি দাওয়া করে,
দিয়ে অদৃষ্টের দোহাই।।

সমাজের যত কলুষিত কালি,
ধারন করিয়া অাপন ডালি।
অমৃত সুধা উজাড়ি ফেলি,
তাতে বিলাসিতা সাজাই।।

নিয়মাধীন যত উচ্ছিঙ্খলা,
অাইনত সওয়া যত অবহেলা।
কর্তব্য ডোরে বাধিয়া এ বেলা,
নিরবে পিষ্ট হওয়ায়।।

নয়ত, আমি নষ্ট পাপে পাপিষ্ট,
প্রিয় সব মদিনা পাত্র ভরা কষ্ট।
প্রেয়সীর মৃদু অনুরাগে কাঁপা ওষ্ঠ,
হটাৎই গোপন ছোঁয়ায়।।

অথবা,
হয়ত আমি তিক্ত, সম্পূর্ন বিষাক্ত,
কামিনীর বক্ষ বিধিয়া করে রক্তাক্ত।
সেই প্রেমে ডুবে সিক্ত পরিতৃপ্ত,
কখনো প্রকাশ্যে অবাধ্যতায়।।

কিন্তু, ভালোবাসা তুমি সংযমী করেছ মোরে,
ভালোবাসা দিবস হয়ে ফিরেছ যে বারে বারে।
জানি অপেক্ষান্তে অবহেলা আমারি তরে,
তবু তোমাকেই চাই।।

সংযোম তব চোখে নিকৃষ্ট করেছে আমায়,
হয়ত চেয়েছিলে একটু ছন্নছাড়া নিরালায়।
কিছুটা অভদ্রতা বা দুষ্টুমি বেখেয়ালিপনায়,
তবু আমি তোমাপ্রেমে বিশুদ্ধতায়।।

আমি চিরকাল এমন আনাড়ি হয়েই রব,
নষ্ট পাপিষ্ট, তিক্ত বিষাক্ত নাহি হব।
তোমার ফেরার পথে আমি চাহিব,
আর থাকব প্রতিক্ষায়।।

ভালোবাসা তুমি নিকৃষ্ট করেছ মোরে,
আপনাতে আজি মিলাইয়া আপনারে।
যদেচ্ছা উন্নত কর তারে,
কেবল আপনও ভালোবাসায়।
কেবল আপনারে ভালবাসায়।।


              - সমাপ্ত -


( তাং:- 13.02.2018, সময়:- 05:49pm )