তোরে এক বিকেল ভরা প্রশ্রয় দেবো বন্ধু ,
তুই আর এক দিনে একটি প্রহর থাকিস।
বালু ঘর জুড়ে শুকনো সোঁদা গন্ধ ।
সেদিন বৃষ্টি ভিজে কাগজে নৌকা ভাসিস।


তারা মাছেরা গহীনে যেথায়,
খুঁজে ফেরে তারাদের ঘ্রাণ।
তুমিও দেখো ফিরে দেখো আনমনে…
সেও একলা বসে থাকে কফি হাতে
বারান্দায় আরাম চেয়ার বাতাসে মৃদু মৃদু দোলে।
ভিজে শালিক বুড়ো পাখা মেলে শিস দিয়ে যায়।


  টবের ফুলেরা ভিজে মুক্ত গেঁথে নিল গলে
সেও তো জানে এটা
                             সেও যে হিসেবি অপচয়ের দলে।