টিপ টিপ বৃষ্টি প্রায় ভোর রাতে,
ঘুম ভেঙে চেয়ে দেখি জানালার ফাঁকে।
শন শন বাতাস জানলা খোলা,
আকাশেতে বিদ্যুৎ করিছে খেলা।
ঝুম ঝাম বৃষ্টি আম পাতার পরে,
আমি জেগে একা ঘরে তোমারি তরে।
ঘোলা ঘোলা মেঘে ঢাকা আকাশ খানি,
চঞ্চল চিত্তে বাজে তোমার ও বানি।
গুড়ু গুড়ু ডাকে মেঘ এ প্রহর বেলা,
যেন, এলো চুল কপালেতে করছে খেলা।
টুপ টাপ বৃষ্টির শব্দ পুকুরেতে শুনি,
সেথা যেন ব্যাঙে বসে করছে রাগিণী।
ঝপাঝপ হঠাৎ, বুথুম বাঁশ ঝাড়ে চলে গেল,
বলে, সকাল তো অনেক হলো ঘুমোবেনা চলো ।।