ফেসবুকে চেনা মুখগুলো সব,
আসে আর যায় ।
আমি বসে একা, চোখ নির্ঘুম,
আর কাটেনা সময় ।।


ভাসা মেঘ গুলো সব, অলস দুপুর,
দাড়িয়ে আছে ঠায় ।
ঠুনকো সৃতিতে আঁকা, তোমার মুখ খানি আজ,
নাড়া দিয়ে যায় ।।


একলা আমি ভালোই আছি ,
একলা আমি বেশ।
হটাৎ করে, মনে দোলা দিয়ে যায়,
টুকরো সৃতির রেশ ।।


একটা আকাশ ভেঙ্গে উড়ে এসে,
মন মোহনায় পড়ো ।
নীল সীমানার হদিস দিয়ে,
দূর সীমানায় ওড়ো ।।


পড়ছিলে তাই উড়ার এ মোন,
অপলক দৃষ্টিতে ।
সেই থেকেই মন উদাসীন,
নির্ঝর বৃষ্টিতে ।।


হটাৎ, বষ্টি এসে বলে গেল,
তোমাতেই তুমি আর নেই ।
সেক্ষন হতেই মন খারাপ,
আমি আর ভালো নেই ।।

           - সমাপ্ত -


( তারিখ :-12.05.2017 , স্থান :-নুরবাগ ম্যচ , গাজিপুর , ঢাকা। )