ধুন্ধুবিদের আলোক রাশি,
ছিটকে বেরিয়ে যায়।
অযত্নে তার তোঁতা পাখি,
ভীষণ ছটফটায় ।


বলতে বললে বলে ও সে
থামতে বললে থামে।
হাসতে বললে হেসে বেড়ায়
কাঁদতে নাহি জানে ।


কেউ কাঁদতে সেখায়নি তাকে
তাই, ছটফটিইয়ে বেড়ায়।
ছটফটিয়ে বেড়ায় ও সে
বেঘোরে ঘুমায় ।।


বেঘোরে ঘুমায় ও সে
কথা নাহি কয়।
কোন স্বপ্ন দেখেনা সে
আর বাঁচতে নাহি চায়।


বাঁচতে নাহি চায়,
নাহি তার কোন অভিলাষ।
সেই কারনে আজ তাহাদের
এরূপ সর্বনাশ ।।