পহেলা বৈশাখ!
সেতো, একদিনের বাঙালি  মনের ঢেউ।
শিরায় শিরায় যা বয়ে চলে,
পুরোটা বছর জুড়ে খুব নীরবে।
বাঙালি ছাড়া বুঝবে না তা কেউ।।


পহেলা বৈশাখ!
সেতো চড়া দামি ইলিশের সাথে
সস্তা পান্তা খাওয়া।
সঙ্গে পিয়াজ, কাঁচা লঙ্কা
আর, বৈশাখী গান গাওয়া।।


পহেলা বৈশাখ!
সে যেমন, পান্তা-ইলিশের অদ্ভুত জুড়ির মিশ্রণ।
ঠিক তেমনি, নারী-পুরুষ ধনী-গরীব,
ধর্ম বর্ন জাতি গোত্র নির্বশেষে,
সকলেরে বাধিয়া এক সূত্রে,
করে বাঙ্গালী হাওয়ায় অবগাহন।।


পহেলা বৈশাখ!
সেতো সাম্যতার এই রূপ অদ্ভুত নিদর্শন,
যেথায় সকল বিভেদ ভুলে।
বিশুদ্ধ বাঙ্গালিই সবার আদর্শ ,
হোকনা যে সে যেথায় যেমন চলের।।


পহেলা বৈশাখ!
সেতো সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে প্রোফাইলে,
বৈশাখী বরনের ফ্রেম ফরমান।
বাঙালীর অস্তিত্বের সূচনা স্বরূপ,
চৈত্র সংক্রান্তির শুভ অবসান।


পহেলা বৈশাখ!
সেতো ভার্চুয়ালিজমের মধ্যেও,
অতি প্রাকৃতিক রমনা বটমূল।
শহর হতে গ্রামের প্রতিটা প্রান্তে বাঙালীর,
বৈশাখী মেলার ধুম।।


পহেলা বৈশাখ!
তুমি প্রকৃত ছিলে চড়কি-
চড়ক, হাওয়াই মিঠাই,
টংটঙই, বালকের হাতের
রঙ্গিন ঘুড়ি লাটাই।


পহেলা বৈশাখ!
তুমি তালপাখা নববধুর নরম হাতের,
ইলেকট্রিক পাখার যুগে।
ভাত বেড়ে পাশে বাতাস করিছ,
পরমও সোহাগে।।
যেনো বারন মানো না।


পহেলা বৈশাখ!
তুমি কিশোরীর চোখের গাড় কাজল,
কোমল পায়ের রাঙ্গা আলতা।
তার প্রেমে রাখালের বাঁশের বাঁশরীর,
অনুরাগী সুরে বেজে ওঠা।।


পহেলা বৈশাখ!
তুমি প্রতিটি বাংলা প্রানে,
রাজপথ শত রাঙ্গাইয়া রঙ্গে।
যেন সাজিয়েছে আজ নতুন ধারায়,
নব বাংলা বর্ষ বরনে।।
মেতেছে লালন, হাসন, বাউল গানে।


পহেলা বৈশাখ!
তুমি একদিনের বাঙালী  নয়,
যে জেগে ওঠে বারে বারে।
চিরকালের বাঙ্গালি থাকার প্রত্যয়ে,
স্মরণ  করি প্রতি বৈশাখে।।


পহেলা বৈশাখ!
মানে, পুরানো বছরের জঞ্জাল যত,
ছুড়ে ফেলে বঞ্চনা আঘাত শত।
পাওয়া না পাওয়ার অমেলানো হিসাব,
সব কিছুকে ঝেড়ে ফেলে আজ।
ছুটে নতুন উদ্দামে বাঙালীপনায়,
পূর্ণ করি সরবে সকলি, করি কলরব।।


পহেলা বৈশাখ!
তুমি বাঙ্গালি মনের প্রেরণা।
সম সমরেও উঠাইয়া ঝড়,
বিশ্ব বুকেতে আপন, তুলি বিজয় কেতন,
পরাজিত যত লাঞ্ছনারে, ভেঙ্গে করি চুরমার।
দেখাও আলোর পথের দিশারী,
একত্রে সকলি বাঙ্গালি, গাহি বাংলারই জয়গান।।


পহেলা বৈশাখ!
তুমি বাঙালীর প্রানেরও সাম্যতা তান।
তুমি প্রশান্ত ধারার সুন্দরও ধরায়,
সকল অসাম্য সম ভেদ-বিভেদ আর
বিশৃঙ্খল অসান্ত অশান্তিরও অবসান।।
( সমাপ্ত )


( জুয়েল মল্লিক, সময়:10:59am, তারিখ: 14.04.2018 )


সবাইকে পহেলা বৈশাখ এর শুভেচ্ছা।