আমাদের কিছু বলার ছিলো তো বাকি।
দেখো,ভালো থাকার জন্য মোদের  কত পাগলামি।।
আর, এক জীবনে বেঁচে থাকা তুমি আর আমি।
করি প্রলাপ বিলাপে ঠাঁসা শত আলোড়ন।।


আর,
থাকলে তুমি নিপাতনে,
আমিও দেখো গোপনে,
স্ব যতনে কতই না আত্মকথন।


দেখো মানুষও ছুটে চলে,
অযাচিত অবকাশে,
সর্ব সুখ করতে আকলন।।


মানুষে মানুষে ভেদ,
আরও বাড়ে বিচ্ছেদ,
সেই সব সুখের ও আশায়।


তবু সুখ মেলে কি!
অসুখে এ মুখশ্রী,
তাই, ঘোর কালো ছায়।।


বিদিষায় বিবেক বলি,
আঁকিবুঁকি সালতামামি,
যাবতীয় অচলায়তন।


পরিনত বয়সও ছাপ
পরিনয়ও বাসনা বিলাপ,
তবু অকারণ।।


বেঁচে থাকার দু-চার দিন,
সুখ-দুঃখের  সম্মুখীন,
সেরে ফেল সব আলাপন।


দ্বৈরথ দৈর্ঘ্যে থাক,
প্রানখুলে  করো বাক,
অহমিকা দিয়ে বিসর্জন।।


এ নিছকই কল্পনা,
পাগলামো তবু অল্প না,
আরো কিছু  বেশ।


মানব মানবীয় রেষ,
মানবিক মর্যাদা লেশ,
ধারণ করে অতিশয়।


আলাপচারিতা শেষ,
জীবনের অবশেষে,
আর কি রবে কোন পরিচয়।।