অজস্র উৎসাহী বলদের ভিড়ে,
চমকে উঠেছি দেখে এই মুখটিরে।
প্রাণপণে চেপে রেখে পাইপের ফুটো,
অসহায় প্রত্যয়ী ওর চোখ দু'টো।।


কী বার্তা দিয়ে গেলো বুঝেছ বলদ,
শিখে নাও মানবতা, কোথায় গলদ।
দারিদ্র্য পোশাকে ও শরীরে তাহার,
এতটুকু শরীরের সবটুকু ভার।।


তাই দিয়ে ঠেকিয়েছে সে বিপর্যয়,
মানুষের জয় হোক মানুষের জয়।
ধন্য বালক তুই মানুষের মুখ,
তোকে ভালোবাসা দিতে আমি উন্মুখ।।


বাবা তোর চোখে মুখে স্বপ্নরা নাচে,
তুই বেঁচে থাকলেই মানবতা বাঁচে।।