আজি প্রভাতের ডাক এসেছে,
সূর্যের কিরণ উঁকি দিয়েছে।
আলো ঝলকানিতে পাখিদের মধুর গুঞ্জন,
ভোরের নিস্তব্ধতায় ভালো লাগে কুঞ্জন।।


দিন গড়িয়ে দুপুর আসে,
সূর্যের খর রৌদ্রতা হাসে।
তৃষার্ত পথিক হেঁটে যায়,
খানিকটা অমৃত বারি সে চাই।।


বেলা শেষে বাদল হাওয়া,
নদীর ধারে বটমূলের ছায়া।
সূর্যের অস্ত ধীরে ধীরে যাওয়া,
চাঁদের অমলিন উঁকি মেরে চাওয়া।


রাএির পরিশেষে আগামীর প্রতিক্ষাই,
বর্ষবরণ করে নিলাম সফলতার অপেক্ষাই।।