মুক্ত পাখির স্বাধীন চিন্তা,
মনের সুখে খেতাম পান্তা।
উল্লাসে কাটতো জীবন আমার,
পূরণ করতাম আবদার সবার।।


ঘনিয়ে এলো সেই দিন,
ঘুচিয়ে যাবে সকল ঋণ।
হরণ হবে আমার স্বাধীনতা,
পাবো আমি সকল পূর্ণতা।।


শুভ হবে জীবনের নতুন যাএা,
চলার পথে যুক্ত হবে নতুন মাএা।
দূর্গম গতিপথ হবে সহজ সরল,
থেমে গেছে ব্যস্ততার কোলাহল।।


আগে কি সুন্দর দিন কাটাইতাম,
মনের সুখে সবখানেই ঘুরে বেড়াইতাম।।



কবিতা লিখলাম ১৩ই মে, ২০১৯
আমার বিয়ে ১৪ই মে, ২০১৯