সার্ভিস ডগের মত
একটা সাপ পুষছিলাম
অনেক বছর পাহাড়া দিলেও
পোষা সাপটা ভাইরাসকে পাহাড়া দিতে অপারগ


গভূীর সংকটে,এটিম কার্ডটি শেকল দিয়ে বেধে রাখলাম,
তখন এটিম বুথের সিকিউরিটি গার্ডটি কেমন করে তাকাচিছল
আমি জানতেই পারলাম না
কে বা কারা আমার কার্ড দিয়ে আগেই শপিং করে ফেলেছে


করোনায় যদি মারা যাই ক্ষমা চেয়ে ফেসবুকে ষ্টাটাস দিলাম ,
আর বাড়ির সামনে প্রতিদিন পায়চারী করতে লাগল
পঞ্চাশ হাজার টাকার পাওনাদার রফিক মিয়া ।


ঢেকে রাখতে চাইলাম জীবনের কর্দমাক্ত পথে হেটে চলতে  কালো থাকা অধ্যায়গুলো
মুখ ঢাকি মাস্ক দিয়ে  , হাতে গ্লাভস পরি,  কিছূতেই পারছিনা মনেয় ভয় তাড়াতে ।
কত অপয়া কথা বলেছি ,কত খারাপ কাজ করেছি হাত দিয়ে ।


তৃতীয় বিশ্বযুদ্ব অতিক্রম করছি নীরবতায়, আর বেচে থাকার আনন্দ উপেভাগ করছি চোখের জ্বলে ।



26 OCTOBET / 2020
FLORIDA ,USA