জুয়েল সাদত


আমি যে কবিতা কে খুজছি তিনি আমার খুব কাছাকাছি্ই থাকেন
আমার জন্য তার অসম্ভব দু:শ্চিন্তা , ঘর থেকে বের হলে না ফেরা পযন্ত তার চিন্তার শেষ নেই
আমি যে ভালবাসাকে খুজছি তিনি ও আমার সাথে একই ছাদের নীচে বসবাস করছেন ১৬ বছর
আমার সব কিছু তিনি নিয়ন্ত্রন করেন, কি খাব , কি পরব, ডায়বেটিসের উঠানামাও তার নিয়ন্ত্রনে থাকে
আমি যে প্রেমটাকে খুজছি তিনি ও কাকতলীয় ভাবে আমার সাথে ্একই রুমেই থাকেন
তিনি আমার বৈষয়িক সব কিছুই নিয়ন্ত্রিত করেন, হাত খরছের টাকাও তার কাছে থেকে নিতে হয়
আমার এরেঞ্জ ম্যারেজটা যখন হল , তখন যে কোন ভাবেই কবিতা-প্রেম-ভালবাসা সব কিছুই আমি যৌতুক হিসাবে পেলাম ,
আমি অফিসে যাবার সময় ঘড়িটা না পেলে কবিতাই খুজে দেয়,
আমার অফিসে যাবার জুতাটাও কালি করে দেয় প্রেম, শাটের আয়রনটাও করে দেয় সাথে
আমার কাজে যাবার দুপুরের খাবারটাও তৈরী করে দিতে ভুলে না ভালবাসা
প্রেম ভালবাসা আর কবিতাই মাতিয়ে রাখে আমার ছুটির দিনের সকাল -সন্ধা- দুপুর ৤
মাঝে মাঝে তিনজনের ঝগড়াটাও আমি বেশ উপভোগ করি আমার ছোট্র ঘরের সুখের স্বর্গে
তারাই দখিনা হাওয়া,গোধুলী আকাশ , উদাসী মন,
আজ হরতাল ৤ অবরোধ , কোন কাজ নেই ৤ প্রেম পড়েছে আজ লাল শাড়ী , নীল টিপ  
ভালবাসার পায়ে নুপুরের ঝংকার শব্দ ৤ আর  আমার সাথে পাশাপাশি হাটছে কবিতা ৤
প্রেম গাইছে “ তারা সুখের লাগি চাহে প্রেম ”  ভালবাসা  গাইছে  “ আমি চিরতরে দুরে চলে যাব ”
কবিতা গাইছে “ তুমি ই আমার প্রথম সকাল ”
আমার চোখের কোনের স্বপ্ন গুলো বাতাসেতে ভাসে ৤ রাত গভীরের ভালোবাসা লুকোয় অন্ধকারে ৤৤


sadat734@gmail.com
usa ( florida )