জুয়েল সাদত


সার্ভিস ডগের মত
একটা সাপ পুষছিলাম,
অনেক বছর পাহাড়া দিলেও
পোষা সাপটা ভাইরাসকে পাহাড়া দিতে অপারগ ।


এটি্এম কার্ডটি শেকল দিয়ে বেধে রাখলাম
তখন এটি্এম বুথের সিকিউরিটি গার্ডটি কেমন করে তাকাচিছলম
আমি জানতেই পারলাম না ,
কে বা কারা আমার কার্ড দিয়ে আগেই শপিং করে ফেলেছে ।


করোনায় যদি মারা যাই ক্ষমা চেয়ে ফেসবুকে ষ্টাটাস দিলাম ,
আর বাড়ির সামনে প্রতিদিন পায়চারী করতে লাগল
পঞ্চাশ হাজার টাকার পাওনাদার রফিক মিয়া ।


ঢেকে রাখতে চাইলাম জীবনের কর্দমাক্ত পথে হেটে চলতে কালো অধ্যায়গুলো,
মুখ ঢাকি মাস্ক দিয়ে , হাতে গ্লাভস পরি,  কিছূতেই পারছিনা ।  
কত অপয়া কথা বলেছি ,কত খারাপ কাজ করেছি, মুখ দিয়ে  হাত দিয়ে ।


পিপিই পাই নি তাই রেইন কোট পড়েছি ভাইরাস এর সাথে লুকোচুরি করবো বলে,  
ঠিক তখন প্রচন্ড বেড়ে বৃষ্টি হল, পিপিই নামের সেই রেইন কোটটা ছিড়ে একাকার
সেই সাথে আমার জীবনের সব ময়লা ধুয়ে দিল রংধনু বৃষ্টিটা  ।


জুয়েল সাদত
কপিরাইট স্বত্ব
ফ্লোরিডা , আমেরিকা
জুলাই ৭ /২০২০