প্লেনটা রানওয়ের দিকে দৌড়াচেছ
সাত আটটা হাত অনবরত নড়ছে ,
বিমানের ছোট গোলাকার জানালা দিয়ে  দেখা যায় আবছা আলোয় ঝলসানিতে ।
একজন অপরুপা মধ্যবয়সি বিমান বালা বলছেন
ভদ্রমহিলা ও ভদ্রমোহদয় গন , আপনারা সিট বেল্ট বাধুন ,
শক্ত করে পেটের মধ্যে চাপ দিয়ে স্বপ্ন গুলো বাধি
প্লেনটা রানওয়ে দিকে ছুটছে তো ছুটছে
হঠাত থেমে গেল প্লেনটা, ঝাকুনি দিয়ে
ভদ্রমোহদয় গন , যান্ত্রিক ত্রুটির কারনে আমরা উদ্বয়ন করছি না আপাতত -
প্লেনটা ফিরে গেল টামিনালে ।
ফোনটা বেজে উঠল , কি রে বাজান প্লেন যাবে না । যাবে মা কিছু ভেব না
পেছন থেকে ফিসফাস ,কানা ঘোষা , কাকে যেন নামিয়ে দেয়া হল,
ফিসফিসানিতে শুনা গেল শীর্ষ সন্ত্রাসী পিচ্চি মান্নানকে নামিয়ে নিয়ে গেল পুলিশ ।


প্লেনটা ছুটছে রানওয়ের দিকে আগের চেয়ে আরও দ্রুত,
সিট বেল্টের চাপে, স্বপ্নগুলো দৃশ্যমান হতে শুরু করল
অনেক সম্পদশালী হবো, পায়ের তলায় দাবিয়ে রাখব দারিদ্র
মাকে দিতে হবে, সিলিন্ডারের চুলা, বোনকে মিয়া বাড়ীতে বিয়ে,
খুব জোড়ে দৌড়াবো রিয়ালের পেছনে ,যতটা পারা যায়
ছোট ভাইয়ের বায়না,একটি কম্পিউটার, বাবার একটা কালার টিভি
পায়ের তলায় পিষে দেব, মোল্লা বাড়ীর অহংকার


প্লেনটা মাঠি ছেড়ে আকাশে, নীল আকাশ কাদছে ,
আকাশের নীল খাম উড়ে যায় দুরন্ত হাওয়ায় -
ভেজা স্বপ্ন গুলো আগলে আমি ছুটছি আলোর থেকেও জোরে ,
পকেটে চাদ নিয়ে বৃষ্টিতে ভিজে ।


jewel sadat
florida ,usa
sadat734@gmail.com
October,15/2018




Attachments area