একবার সমুদ্র দেখব বলে কালোবাজার গেলাম ৯০ সালে
         সে সময় আমার সাথে আমার ভালবাস ছিল অগোচরে ,
         অনেক কিছু যেমন বলা যায় না, লেখা যায় না -
         সেই  ভালবাসার সুতোয় চট্টগ্রাম  ছিল সেরকম ।


      সমুদ্র কি দেখব , সমুদ্র আমাকে উল্ট দেখতে লাগল ।
     সে বার এক দেউলিয়ার জারে গিয়ে একটি সুতোয় গিরগিটি দিলাম সবার দেখাদেখি,
      পরে শুনলাম সেই গিরগিটি নাকি জোড়া মেলায়, আমার হলো উল্টা ।


        অনেকবার চট্টগ্রাম গেলাম ফিরিলি নিয়া তখন কলেজ স্টুডেন্ট,
         ৮ জনের দলে আমি দলনেতা
        সুশ্রী চট্রগ্রাম , বিধ্বস্থ ঘুনিঝড়ে । পুরো শহরটা ধ্বংস লীলায় লন্ডভন্ড -
    ভালবাসার শহরটি কাদছিল ,জাহাজগুলি গাছের ডগায়। ত্রান দিলাম , নীরবে কাদলাম


       আবার গেলাম আউলিয়ার মাজারে, সুতার গিটটু বাদলাম-
        মানত করলাম শহরটা যেন ফেরে আগের মত ।
        সমুদ্রপারে গেলাম , ধষিত সমুদ্রপারের কান্না আমাদের কাদাল , আমরা কাদলাম ।
কতটুকুই বা ক্ষমতা,তারপরও সিলেট থেকে চট্রগ্রামে যাওয়া সেতো ভালবাসারই বন্ধন ।


  ফিরলাম ভালবাসার শহর থেকে ক্যাম্পাসে, করতালিতে আমাদের বরন এম সি কলেজে
              রসায়ন ক্লাসে  সুধাংসু  স্যার  বললেন, বল কি দেখলে ?
              বলতে আর পারলাম কই, চোখের জলে কাদালাম সবাইকে
              আমরা ভালবাসাকে জয় করার আনন্দে হতবিহবল ,
              আমার সুতোয় বাধা গিটটুতে ভালবাসা না পেলেও,
               চট্রগ্রাম ফিরলো ঠিকই আগের মত ছবির শহরে ।