কালো ঝিলে চাঁদ গচ্ছিত রাখে আলো
সে আলোতে হয় মাছেদের প্রজনন।


বেগবান পুরুষ, সঙ্গী নারী,
জুটিদের স্নান সব ছেড়েছুড়ে
কালো ঝিলে চাঁদ গচ্ছিত রাখে আলো।
মানুষের ভিড়ে, লোক-লশকরে
আমাদের ছায়া আলোহীন করে
ঘাসজমি ফেলে, রূপের নদীতে,
সরু জলাশয়ে, চাঁদের ঝাঁপিতে
তুমি আমি দুটো মাছ হয়ে যাই চল।


অথবা চলো, অমা-জাগরণে মাঠে ময়দানে,
গাছের শেকড়ে, গভীর বাকলে, মাটির শরীরে
মিলে মিশে যাই, সেই ভালো!


আমিও মলিন হৃদয় আড়চোখে দেখে
আলোহীন রাতে বিষাদের শিষে
জেগে থাকব না ঝিঁঝিঁদের সাথে।


গাছের শেকড়ে অভিলাষী হব, আমরা দুজন
গুপ্ত চাঁদের লালন-পালনে
লিখে দেব এক গল্প।    
ভবিষ্যতের শত-সহস্র পক্ষে,
যদি শেষ হয় কালো ঝিলে রাখা
গচ্ছিত সব আলো,
সেইসব রাতে অমা-জাগরণে
আমরা তবে পাখিই হব, সেই ভালো।