পারিবারিক জীবনে সুখহীন আমি-
       আমার মনে অধিক বেদনা,
স্বর্গের বাগানে যদি ভাগ‍্যও জোটে-
      একাকিত্বে সুখের উন্মাদনা  ।


উচ্চ শিক্ষা বিহীন পরিবারে জন্ম -
       ফলে কিছুটা দুঃখিত আমি ,
নিয়তি হয়তো এমনই ছিল আমার-
       জীবনটা আধিক‍্য নয় দামি ।


পরিবারের সমর্থন ব‍্যতীত সংগ্রামে-
         জীবন যুদ্ধে হচ্ছি প্রায় ব‍্যর্থ,
প্রতিটা ক্ষেত্রে অবগত হইলাম তো -
         সদা সবাই পেতে চাই স্বার্থ ।


পেশাগত কর্মকান্ডে স্বজনরা নন্দিত-
           তবে আস্থা রাখে বহু কম।
গুরুজন প্রিয়জন বন্ধুবান্ধবরা প্রায়-
           শংসা করেন নানান রম ।


সত‍্যিকারের ভালোবাসা তো বিরল -
    মুখোমুখি সকলে সঙ্গিন,
এই অবধি জীবনটা বিষন্নতায় ভরা-
     জনসম্মুখ থাকি রঙিন ।


স্রষ্টারই কৃপায় এতদুর যাত্রা আমার-
          বেশ কিছুটা কৃতার্থ তাতে ,
মহান বিধাতার সান্নিধ‍্যে আরজ করি-
          শয়নে গভীর প্রতি রাতে ।