পড়ন্ত যৌবনে পদার্পণ করে বিভীষিকায় কাটে
অনেক কষ্টে মুখ ফুটে না বুক ফাটে,
কারো মুখে কথার ফুলঝুরি ছুটে
জীবন চলার পথ বেঁধে আছে কোন গিঁটে।


জীবনের সুন্দর দিন গুলো কোথাও হারিয়ে ফেলেছি
নতুবা অজান্তেই বোধ হয় ভুলে গেছি,
পাশে লোকে কিছু বলে সেই দিকে তাকিয়ে আছি
তোষামোদ কারী ও চাটুকার এর দল রয়েছে কাছাকাছি।


মায়াবী গোধূলি বেলায় করছে এখন ডাকাডাকি
আনমনে নিশ্চুপ হয়ে কেমনে থাকি,
অনেক কিছু হয়তো দেখার রয়েছে এখনো বাকি
সুযোগে সৎ ব্যবহার করে কেউ দিয়ে যাচ্ছে ফাঁকি।


তবুও মন আজ চঞ্চলতা হারিয়ে
নীরবতায় থেকে উঠেছে হাঁপিয়ে,
শরীরটা মাঝে মাঝে যাচ্ছে কাঁপিয়ে
কেন জানি দুঃখ বেদনা গুলো পড়ছে ঝাঁপিয়ে।


ভুল বুঝে আর দিও না দূরে ঠেলে
কাঁদবে না কেউ হয়তো মরে গেলে,
আপনজনও রাখবে আস্তাকুঁড়ে ফেলে
আত্মা টি নীরবে যেদিন যাবে চলে।


তোমাদের দেওয়া কথা গুলো বোধ হয় গেছি ভুলে
মনের সাথে স্বপ্নে দেখা স্মৃতি গুলো মিলে,
সত্য কে আড়াল করছে নানান ছলে
জীবন তরী ভেসে যাচ্ছে অথৈজলে।