ফুলের মালা গাঁথছে কালা
পেঠে আছে ক্ষুধার জ্বালা
মালা বিক্রি করে খাবে ।
একটু সুখে আপন মুখে
বলছে নিজে পেঠের দুখে
তবে কালা শান্তি পাবে ।


ফুলের ডালা সাজায় কালা
গাঁথছে বসে ফুলের মালা
শুধু পেঠের দায়ে ।
রাস্তা পাড়ি বিয়ের বাড়ি
পেট ভরাতে দিচ্ছে পাড়ি
শহর থেকে গাঁয়ে ।


খোরাক মনে নানান জনে
কিনে হারায় সুখের বনে
মানুষ সাজে ফুলে ।
প্রেমের জ্বালা ফুলের মালা
মিলন তবে ঘটায় কালা
নিজে খিদের মুলে ।


কালার পথে ফুলের রথে
মিটবে খিদে ভবিষ‍্যতে
কালার মালা বেচে,
ফুলের ঘ্রানে বাঁচায় প্রানে
অশ্রু ঝরা চোখের ত্রাণে
মনটা আনে সেঁচে