ভালোবেসে ছিলে মোরে,
সাগরের তীরে
,ঢেউয়ের উত্তাল তরঙ্গে ,
মনের উদার বিহঙ্গে ।


নাম না জানা ঝিনুকের রাশি
হাতে ছিলো তোমার সুদৃশ্য বাঁশি,
সৈকতের বালির গহনে
চুপিসারে উকি দিলে মনে ।


এলো চুলে তুমি লাল বসনা
আমি দাড়িয়ে আনমনা,
জানতে চাইলে ভালোবাসি কি না !
বলেছিলাম সেটা আমার অজানা !


তুমি তবু বার বার এসেছো তীরে
হাত খানি বাড়িয়ে ধীরে ধীরে ,
আবার জানতে চাইলে আমি কি তোমার ?
সযত্নে সম্মুখে দাঁড়িয়ে বলেছি কেউ নেই আমার!