সমাজের আসল রূপ দেখেন
সমাজের মধ্যবিত্ত মানুষ
বলে না কথা ভয়ে ভয়ে থাকেন।


মধ্যবিত্ত দেখেন শুনেন সহ্য করেন
মানের ভয় তাদের চুপ রাখে
এই কঠিন সহ্যশক্তি বিধাতা দিয়েছেন ।


পরিশ্রম তাদের জীবিকার চাবি
সর্বক্ষণ কাজে কর্মে ব্যস্ত
করে বিধাতার নিকট ভালো থাকার দাবি ।


এরাই অত্যাচারীর মুকুট নিবে খুলে
শক্তিতে নয় একদিন হিসেব করে
হিসেব কখন তারা না যাবে ভুলে ।


নম্রতা ভদ্রতা দেখাতে হয় না পিছুপা
ইহা মধ্যবিত্তের মনের অহংকার
ঐ অত্যাচারী একদিন তাদের ধরবে পা ।


মধ্যবিত্ত সমাজে পায়না  ভালো বিচার
শুনুন মাত্র সময়ের অপেক্ষায়
হাশরের দিনে মধ‍্যবিত্ত পাবে  পুরস্কার ।