রিক্ত হৃদয়ে নোনা জলের বান
ফুল ছিড়ে মধু খায়  মৌমাছি যত,
বেহুলা আজও ভেসে চলে অথৈ জলে,
হৃদয়ে তার হাজার বছরের ক্ষত।


দিন বদলাক না বদলাক
মানুষ গুলো বদলে যায়,
শত বাহানা করে মানুষ
দূরে হতে আরও দূরে সরে যায়।


মরুভুমি হোক না জীবন
মরুদ্যান তার মাঝেও থাকে,
কেউ আবার তেস্টা মেটানোর আশায়
মরিচিকার পিছু পিছু ভাগে।