দুপুর আর বিকেলের মধ‍্য সময়
ক্লান্ত পথিক আমি,আলুথালু কেশ
হাঁটছি বাড়ির পথ ধরে নিজের মতো বেশ ।
আচমকা আসলো ভেসে একটি গানের সুর
এল ও ভি ই-----লাভ মানে কি !
কিশোরী বেলা মন চঞ্চল
ঢেউ খেলে গেলো অদ্ভুত ভালোলাগা,শিহরণ সমস্ত সত্ত্বা জুড়ে
ছিটকে গেলাম রাস্তা থেকে নিচে
চোরা কাঁটায় জড়িয়ে ধরলো দু'পা !
গায়ের বসন করতে ঠিক
নাটা বনের কাঁটায় বিঁধলো ওড়নাটা ।
দেখি পিছন ফিরে-----
চেয়ে আছে সে অপলক-গভীর বিস্ময়ে
দুটি চোখ ভরা তার অপার মুগ্ধতা,
প্রথম হারালাম নিজেকে ।
মনের মাঝে প্রতিনিয়ত সেই সুর বাজে
ভালো লাগার অনুকরণ দেহ-মন মাঝে ।
কিছু দিন যেতে না যেতেই
কি জানি কোন সে আমার ভুলে
দেওয়া ফুল কেড়ে নিলে কোন অভিমানে ,
দিলে আমায় অকথ‍্য ভাষায় গালি
বুক ভেঙ্গে হলো চুরমার,হৃদয় ফালি ফালি ।
আনমনে আজ একা চলি
নাটা ঝোপের কাছে এলেই পিছন ফিরে দেখি
প্রথম দেখার সেই মধুক্ষণ
আমার বুকে বয়ে যাওয়া রক্তক্ষরণ ।
সারাটি জীবন ধরে বইছি সে ভার
ব‍্যথায় ব‍্যথায় জর্জরিত হৃদয়,
আপন করেও বুকে দিলে না ঠাই
আমিও আর হলাম না কারো
তুমিও হলে না আমার ।
এখানেই শেষ সেই প্রথম আমাদের  ভালোবাসা
এক পৃথিবী কষ্টের বোঝা আমার সারিটি বেলা ।