কোথা যাও রাখাল ব্ন্ধু, নাও-না আমায় সাথে
আমারও যে ইচ্ছে করে তোমার সাথে যেতে।


তোমার সাথে চরাবো গরু সকল দুঃখ ভুলে
মুক্ত মাঠে ঘুরবো মোরা নাচব দু'হাত তুলে।
গাহিব দু'জন মিলিয়ে সুর বনের পাখির সাথে
মিষ্টি মধুর সুরের টানে উঠবে সবাই মেতে।


সূর্যিমামা নিজেও সে ছিটিয়ে দিবে আলোর রেণু
কৃষকেরা ছুটবে মাঠে সাথে নিয়ে আপন ধেনু।
সবার চোখ ফাঁকি দিয়ে আমরাও যাবো মাঠে
সারাটা দিন কাটবো সেথা করবো প্রেম চুটে।


মুক্ত মাঠে বিছিয়ে দিব আমার মাথার কেশ
সেথায় তুমি ক্লান্তি ঝেড়ে ঘুচাবে সকল ক্লেশ।
বনের ফুল কুড়িয়ে আমি পূজিব তোমার চরণ
সকল বাসনা পূর্ণ হবে সার্থক হবে মরণ।


তোমার বুকে রাখব মাথা ঘুচাতে সকল ব্যথা
জনম-জনম থাকবে হৃদয়ে তোমারই স্মৃতি কথা।
তোমার বেণুর করুণ রসে রসিব আমার হৃদয়
সুধা হয়ে তা মিটাবে ক্ষুধা - কৃপা করো সুধাময়।


তুমিই আমার রাখাল ব্ন্ধু,  না যেও আমায় ফেলে
তোমায় ছাড়া কাটবে না দিন ভাসবো নয়ন জলে।
নিঠুর তুমি নও যে ব্ন্ধু, কোমল তোমার হৃদয়
তোমার চরণে সফিয়া হৃদয় লইবো শেষ বিদায়।