হারাব প্রানের টানে         ওই দূর আসমানে
         পেতে চাই মেঘ রং ওড়না ,
পারাবার ভালোবেসে      যেতে চাই হেসে হেসে  
           হতে চাই সুনির্মল ঝর্ণা ।।


সবুজের আবাহনে        ছুটে চলি বনে বনে
         ভেঙে দিয়ে স্বার্থে পিঞ্জর,
ওরা বসে ভাবে মনে     ছোটাছুটি করি ঋণে
         বিঁধেছে অভাবের খঞ্জর ।


ভাবনার চোরাবালি      জীবন করেছে কালি
         আশাহত প্রাণ কেঁদে মরে,
সবুজ দিয়েছে ডাক      সবকিছু পড়ে থাক
        কেন প্রাণ অপমানে ঝরে !


শেষবিন্দু রক্তদিয়ে     যাব সেই প্রাণ নিয়ে
          যে প্রাণে সব প্রাণ আছে ,
মন মাঝে জাগে আশ     হব তার ক্রীতদাস
          যাব পরম প্রাণের কাছে ।।


জগতের প্রতি যিনি      পরম দয়ালু তিনি
         অনাথের সেই দীননাথ ।
হাসি-কান্না দুই আছে     দয়াল প্রভুর কাছে
       সুকর্মে পাবো প্রভুর সাথ।।